বছরের শুরুতেই বাংলা টেলিভিশন ইন্ন্ডাস্ট্রি থেকে এল একটা বড় সুখবর। মা হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী জাগৃতি গোস্বামী। ‘ভানুমতির খেল’, ‘আমার দুর্গা’, ‘প্রথমা কাদম্বিনী’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।
জাগৃতি শেষবার জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তারপর থেকে তাঁকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। ২০১৯সালের ফেব্রুয়ারী মাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনিরুদ্ধকে বিয়ে করেন। ১০ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন দুজনে। তিনবছর সংসার করার পর তাঁরা নিজেদের সংসারে নতুন অতিথিকে অভ্যর্থনা জানালেন।
বৃহস্পতিবার অর্থাৎ ১২ই জানুয়ারি জাগৃতি সন্তানের জন্ম দিয়েছেন। সন্তান জন্ম দেওয়ার দুদিন আগেই ম্যাটারনিটি ফটো শুটের ছবি শেয়ার করে সন্তান আগমনের সুখবর শুনিয়েছিলেন জাগৃতি। ক্যাপশনে তিনি লিখেছিলেন -‘জীবনের অন্যতম বিশেষ দিনের অপেক্ষায় আমরা। আমাদের জীবনের সবচেয়ে বিশেষ মানুষ আসছে’।
এবার স্বামী অনিরুদ্ধ এবং ছোট্ট সন্তানের সাথে হাসপাতালের বেডে শুয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন -‘আমার জীবনের সবচেয়ে সেরা উপহার’।
তবে সদ্যজাত সন্তানের মুখ দেখাননি তাঁরা। ছেলে হয়েছে কিনা মেয়ে সেটাও জানাননি। এই সুখবর পাওয়ার পর নতুন মা বাবাকে শুভেচ্ছা জানিয়েছে সোশ্যাল মিডিয়া। মিঠাই-এর শ্রী ওরফে দিয়া মুখার্জীও হার্টের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

তিতাস