এসে গেলো অবারপ্রাপ্ত এক বিচারপতির বিবেকের দংশন নিয়ে নতুন ওয়েব সিরিজ “বোধ”

37

অমিতাভ রেজা চৌধুরীর নির্মাণে গত ৪নভেম্বর ও টি টি প্ল্যাটফর্মে হইচই’তে মুক্তি পেল ওয়েব সিরিজ “বোধ”। গল্পে আলেমগীর হোসেন একজন আবারপ্রাপ্ত বিচারপতি। নিজের বিচার বোধের প্রতি তার অগাধ আস্থা। কিন্তু অবসরের পর নানা ঘটনায় তিনি তাঁর বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন। এক পর্যায়ে বিবেকের দংশন থেকে জাগ্রত হয় বোধ আর শুরু হয় সত্যের উদঘাটন।

এই অবসরপ্রাপ্ত বিচারপতি অলমগীর হোসেনের চরিত্রে অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী আফজল হোসেন। অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় রুনা খান, অর্চিতা, স্পর্শিয়া, সারা আলম, রওনক, খামারুল বাসার, সাঈদ বাবু, শাহজাহান সম্রাট প্রমুখ।

সিরিজের চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম পল্টু ও জাহিন ফারুক আমিন। চিত্র -নির্দেশনা করেছেন তহিন তামিজুল এবং সংগীত নির্দেশনায় আরাফাত মহিসীন নিধি। সিরিজটি প্রযোজনা করেছেন হাফ স্টপ ডাইন। আশা করা যাচ্ছে ওপার বাংলার এই সিরিজটি দর্শকদের ভালো লাগবে।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here