ছোট পর্দা থেকে রুপোলি পর্দায় তারকা হয়ে ওঠার নতুন সম্ভবনা মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষ্ণা।

99

ছোট পর্দা থেকে রূপোলী পর্দায় তারকা হয়ে ওঠার অনেক উদাহরণ আছে। টলিউড ফ্লিম ইন্ডাস্ট্রিতে। মিমি চক্রবর্তী, ঐন্দ্রিলা সেন, মধুমিতা সরকার আরও অনেকে এখন টলিউডের নায়িকা।যারা তাদের অভিনয় জীবনে টেলিভিশন থেকে যাত্রা শুরু করেছিলেন, বর্তমানে #জী বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়ালের মিঠাই এর মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষার মধ্যেও সে সম্ভাবনা প্রবল।সৌমিতৃষার সব অনুরাগীদের মত আমিও চাই সৌম্যতৃষা #এস ভি এফ_ এর হাত ধরে বড় পর্দায় পা রাখুক। #অঙ্কুশের সাথে জুটিতে কিন্তু বেশ মানিয়েছে।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here