এতদিন বর্তমানে ঐন্দ্রিলা শর্মা কেমন আছেন? তার সব আপডেট পাওয়া যাচ্ছিল, সব্যসাচীর ফেসবুক পেজেই। কিন্তু বেশ কিছু সময় আগে থেকে সে বিষয়ে কোন আপডেট দিচ্ছেন না তিনি এমনকি এ পর্যন্ত ঐন্দ্রিলাকে নিয়ে দেওয়া সব পোস্ট ডিলেট করে দিয়েছেন। এতে ঐন্দ্রিলার ভক্তদের মনে ভয় দানা বেঁধেছিলো অজানা আশংকায়।
কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় চোখ পড়তেই জানা গেল, সে আশংকা সত্যি।
টানা ১৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হলো না আর অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। আজ ২০ নভেম্বর তাঁর দীর্ঘ লড়াই শেষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার রাতে খুব বাড়াবাড়ি হয়, রবিবার সকালেও অনেকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। চিকিৎসকেরা সিপিআর দিয়ে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু এবারে আর চিকিৎসদের চেষ্টায় সারা দিলেন না ফাইটার ঐন্দ্রিলা। শেষ পর্যন্ত দুপুর ১২টা ৫৯ মিনিটে হাসপাতেলেই মাত্র ২৪বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ কাছের মানুষ সহ নেটিজনরা।
তিতাস