চলতি বছরের এপ্রিলে সাতপাকে বেঁধে গত জুনমাসেই সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন রণলিয়া। আজ রবিবার সকাল থেকেই গুঞ্জন ছিলো। বেলা বারতেই উত্তেজনার পারদ চড়তে থাকে। সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে রণবীর -আলিয়ার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার সাথে সাথেই সেই উত্তেজনা আনন্দের মুহূর্তের সৃষ্টি করে। শোনা যায় প্রাকৃতিক নিয়মেই কন্যা সন্তানের জন্ম দিয়ে নারী জীবনের শ্রেষ্ঠ অনুভূতির স্বাদ নিয়ে মা হলেন আলিয়া। নবজাতক ও তার মাকে ঘিরে কপূর-ভট্ট পরিবারে নেমে এলো খুশির জোয়ার। নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার কিছু মুহূর্ত পুর্বে উচ্ছ্বসিত দাদু মহেশ ভট্টের কথায় -“নতুন সূর্য ওঠার অপেক্ষা। তরতাজা শিশিরের মত নতুন শিশিরের স্পন্দন আসতে চলেছে।”এখন নেটিজেন দুনিয়া নতুন সূর্যের কিরণ পৌঁছানোর অপেক্ষায়।
তিতাস