লকডাউনে বহুদিন বাড়িতে বন্দী থাকার পর অভিনেত্রী অঙ্কিতা লেখান্ডের মন চেয়েছিল শীতের দেশে উড়ে যেতে। সোশ্যাল মিডিয়ায় হবু বর ভিকি জৈনের সাথে শীতের দেশে বেড়াতে যাওয়ার পুরনো ছবি পোস্টও করেছিলেন অঙ্কিতা। সে সমস্ত ছবিতে অঙ্কিতা ভিকি দুজনকেই নানান পোজে শীতের দেশে বরফের মধ্যে দেখা যায়। সেই ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করে অঙ্কিতা লিখেছেন, “আবারও ফিরে যাওয়া যাক… “
তবে অঙ্কিতার সঙ্গে ভিকিকে এভাবে দেখে একেবারেই মানতে পারছেন না সুশান্ত সিং রাজপুতের অনুগামীরা। তাই অনেককেই অঙ্কিতার এই পোস্টে কমেন্ট করতে দেখা গিয়েছে, কেউ কেউ বেজায় চটে গিয়ে লিখেছেন, “সুশান্ত স্যারের সঙ্গে আপনার এমনই ছবি ছিল, এটা আপনি ঠিক করছেন না। “
তিতাস