সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের রুফ টপ গার্ডেনের বৈঠকী আড্ডায় কবি শ্রীজাত একবারে অন্যরকম মেজাজে কবিতা বলে নয় গান গেয়ে মন কাড়লেন সকলের। আর সেই সুন্দর আড্ডার এক টুকরো মুহূর্ত টুইটারে পোস্ট করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।
মিথিলার পোস্ট করা ভিডিওতে দেখা গেল কবি শ্রীজাত হরিহরণের গাওয়া জনপ্রিয় একটি আলবাম ‘কাশ’ থেকে একটি গান গেয়ে শোনাচ্ছেন। যীশু সেনগুপ্ত গিটার বাজিয়ে তাঁর সঙ্গ দিচ্ছেন।এছাড়াও টালিগঞ্জের অনেক পরিচিত মুখ সেখানে ছিলো। দেখা গেল সদ্য বিবাহিত অনির্বাণ-মধুরিমাকে।এছাড়াও অভিনেতা রাহুল,অরুণদয় বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী সন্দীপ্তা সেন সহ আরও অনেককেই।শ্রীজাত যখন গান গাইছিলেন সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দী করতে দেখা গেল সৃজিতকে। ভিডিও নিজের ফোন বন্দী করলেন সন্দীপ্তাও।
এই প্রথম নয় মাঝেমাঝেই এমন বৈঠকী আড্ডা বসে জাতীয় পুরষ্কারজয়ী পরিচালক সৃজিত বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।এবছর পুজোর সময় সৃজিতের রুফ টপ গার্ডেনে আড্ডা দিতে দেখা গিয়েছিল সত্রাজিত সেন, গায়ক শায়ান চৌধুরী, অর্ণব সম্পর্কে (মিথিলার পিসতুতো ভাই)সহ আরও কয়েকজনকে। যেখানে হারমোনিয়াম বাজিয়ে মুগ্ধ করেছিলেন সৃজিত।
তিতাস