অভিনেত্রী সোহিনী সরকার এবং অভিনেতা রণজয় বিষ্ণু, দুজনেই বেড়াতে ভালোবাসেন তাই এদিক ওদিক বেড়াতে বেরিয়ে পড়তে দেখা যায় তাঁদের মাঝেমধ্যেই। আর এবার তাঁদের গন্তব্য বারানসী। বারানসীর ঘাটে সময় কাটানোর বেশ কিছু ছবি উঠে এসেছে সোহিনী ও রণজয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বারাণসী ঘাটের এই ছবি পোস্ট করে সোহিনী সেখানে ক্যাপশনে লিখেছেন,
“ঘাট ঘাট কি কাহানী….. “
তিতাস