সিধু সোচ্চার হলেন, ক্ষমা চাইলেন আসিভা-নির্ভয়াদের কাছে

35

‘ক্যাকটাস’ব্যান্ডের অন্যতম প্রধান মুখ সিধু এবং তাঁর বহুদিনের সঙ্গী পটা। দুজনে একসঙ্গে কাজও করেছেন কত। কিছুদিন আগেই সেই পটার এক পোস্টকে ঘিরে শুরু হয় জোর আলোচনা।পটার “ক্যাকটাস”ছাড়ার জল্পনাও গাঢ় হয়ে ওঠে।ফেসবুকে পটা লিখেছিলেন,”ওরকম ব্যান্ড যেখানে অন্ত্যেষ্টি থাকে, সেখানে আমি প্রশয় দিই না… জয়গুরু।”কোনও ব্যান্ডের নাম না লিখলেও পটা যে “ক্যাকটাস” কেই দুষছেন সে ব্যাপারে নিশ্চিত হয়েছিলেন অনেকেই। রাত্রে ওই পোস্ট করলেও সকালে মুছে দিয়েছিলেন পটা। জানিয়েছিলেন অভিমানের বশেই ওই পোস্ট। সিধুও এ নিয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করেননি। এতো গেল মান অভিমানের কথা। রীতিমতো সকলকে কাঁপিয়ে দিয়েছিলো দেশে ঘটা দু ‘দুটো হেনস্থার ঘটনা। নৃশংসতার জ্বলন্ত রূপ দেখে হাতবাক হয়েছিল দেশবাসী। নিজের গানে তাঁদের কাছেই ক্ষমা চাইলেন তিনি। গানের মধ্য দিয়ে তুলে ধরলেন বর্তমান সমাজের বর্বরতার কিছু জ্বলন্ত চিত্র।কঠিন অপ্রিয় সমাজের গল্প বুনেছেন অরিজিৎ ঘোষ আর সেই গল্পকেই সুরের জালে বিদ্ধ করেছেন সিদ্ধার্ত রায় ওরফে সিধু। গানটির সংগীত পরিচালক রূদ্র সরকার।গানের কথায়-“এই আমার সেই সমাজ, যেখানে হিংসতা জন্মায়”। বর্তমান সমাজের বিচ্ছিন্ন কিছু ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁর এই জেহাদ।সিধুর নতুন গান সব মান-অভিমানের ঊর্ধ্বে।সমাজের আসল চেহারা দেখানোই তাঁর উদ্দেশ্য।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here