নতুন প্রেমের গল্প বলবে ছোটো ছবি “কুসুম চাঁদ”। মুক্তি পেল ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।

601

পরিচালক দেবাশীষ ঘোষ দস্তিদার এর পরিচালনায় এবার নতুন প্রেমের গল্প “কুসুম চাঁদ” মুক্তি পেল ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। ছোটো ছবির জগতে নতুন ছন্দের গল্প বলবে এই “কুসুম চাঁদ”। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সুরজিৎ প্রামানিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার ও সুরজিৎ প্রামানিক।

পরিচালক দেবাশিষ ঘোষ দস্তিদার জানান “পাড়ার মোড়ে রতন কাকার চায়ের দোকান। সেখানেই চাঁদু তার বন্ধু বাঁটুল ও রবি কে নিয়ে আড্ডা জমায়, তাদের গানের আসর নিয়ে। তাদের “ইতিকথা” নামে একটা বাংলা ব্যান্ডও আছে। চাঁদুর দু চোখে দুটো স্বপ্ন, গান গাওয়া এবং প্রেম ফিরে পাওয়া। রোজকার মতন আজকেও তারা রতন কাকার দোকানে বোসে গান গাওয়ার সময় খেয়াল করে, পাড়ার জনপ্রিয় রোমিও লেবুর সাথে চাঁদুর প্রেম “কুসুম” দেখা করতে এসেছে। কষ্ট সহ্য করতে না পেরে চাঁদুরা একটা গান তৈরি কোরে, কুসুমের উদ্দেশ্যে গাওয়া শুরু করে। তারপর ? কুসুম কি চাঁদুর গানে মোহিত হয়ে তার প্রেমে সাড়া দেয় ? এই নিয়েই আমাদের আজকের গল্প “কুসুম চাঁদ”।

ছবিটি মুক্তি পেয়েছে হাতেখড়ি নির্মান এর ব্যানারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here