জঙ্গলে লড়াইয়ে প্রতিযোগীদের যুদ্ধ জারি। সে লড়াইয়ে ইতিমধ্যেই একে অপরের মুখোমুখি প্রতিযোগীরা। এমনকি কয়েকদিনের মধ্যেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে বিশাল কোটিয়ান ও আফসানার ঝগড়া, প্রতীক সেহেজপাল ও জয় ভানুশালির বাকবিতন্ডা। বিগ বসের সদস্যরা মাঝেমধ্যেই একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন এবং তাঁদের ঝামেলা মেটাতে পারেন একমাত্র এই শোয়ের সঞ্চালক সলমান খান। প্রতিযোগীদের মনোমালিন্য মিটিয়ে ঘরে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রতি শনিবার তিনি হাজির হন। তবে শুধু বকাবকি নয়, সঞ্চালক সলমান খান জনপ্রিয় বিগ বসের মঞ্চে তাঁর জোকসের জন্যও। সম্প্রতি স্পেশাল এপসোডে মজায় মজায় রাজ কুন্দ্রাকে নিয়ে সেই রকমই একটা কথা বলে বসলেন ভাইজান। তাঁর সেই কথা শুনে চমকে উঠলেন রাজ কুন্দ্রার শ্যালিকা শমিতা শেট্টি। এদিন এপিসোডের প্রথমেই প্রতীক সেহেজপালকে বকাবকি করেন সলমান। সম্প্রতি বিধি পাণ্ডেয়া যখন স্নান করছিলেন সেই সময়ই বাথরুমের লক ভেঙে ফেলেন প্রতীক। এই নিয়েই ঝগড়া বাঁধে ঘরে। প্রতীকের পাশে দাঁড়ান নিশান্ত। এদিন দুজনের উপরেই চিৎকার করেন সলমান। প্রতীক ভুল করেছে জেনেও কেন নিশান্ত তাঁর পাশে দাঁড়ান এ প্রশ্নও তুলেছেন এরপরই মুড বদলে হঠাৎই করণ কুন্দ্রাকে রাজ কুন্দ্রা বলে ডেকে বসেন ভাইজান। কিছুদিন আগেই পর্ণগ্রাফি মামলায় নাম, গ্রেফতার হয়েছিলেন রাজ।আপাতত জামিনে মুক্তি পেয়েছেন।সলমানের এহেন ডাকে চমকে যান শমিতা শেট্টি। তবে পরে হেসে ফেলেন নায়িকা।
তিতাস