অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মজামশকরা করতে দেখা যায় অঙ্কুশকে । নিজেদের প্রেম নিয়ে কোনদিনই লুকোছাপা করেননা অঙ্কুশ-ঐন্দ্রিলা।তাঁরা পোস্ট করতে থাকেন নানান ছবি ও ভিডিও। নেটিজেনরা এখন তাঁদের এই কান্ডকারখানা দেখতে অভ্যস্ত।
সম্প্রতি ফের একবার ঐন্দ্রিলার সঙ্গে মজাদার ভিডিও পোস্ট করলেন অঙ্কুশ। যেখানে প্রেমিকার সঙ্গে একপ্রকার ছোটবেলায় ফিরে গেলেন অভিনেতা।বাচ্চাদের পার্কে গিয়ে দোলনায় দুলতে দেখা গেল অঙ্কুশ-ঐন্দ্রিলাকে।টালিগঞ্জের এই লাভবার্ড এভাবেই মজাদার ভাবে সময় কাটালেন ছুটির দিনে। ছোটদের লখড়ি কি কাঠি গানের সাথে দোলনায় দোলার ভিডিওটি জুড়ে পোস্ট করলেন অঙ্কুশ। ক্যাপশনে লিখলেন, সপ্তাহান্তে এভাবেই আমরা সময় কাটাই।
তিতাস