করোনা অতিমারির কারণে বারবার পিছিয়েছে রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধ ছবির রিলিজ। এই বছরের শুরুতেই ছবির মুক্তির কথা ছিল।কিন্তু সেই সময়ই বাড়তে থাকে করোনার প্রভাব। পাশাপাশি রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র,, সোহম চক্রবর্তী করোনা আক্রান্ত হয়ে পড়েন। এমতাবস্থায় ছবি রিলিজ পিছিয়ে দেন পরিচালক রাজ এবং গত বছর তিনি ঘোষণা করেন যে ২১শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। এরপর এই রিলিজও পিছিয়ে যায়। বর্তমান সময়ে ভালোবাসা ভুলে কীভাবে কিছু মৌলবাদী লোকজন হিংসা হানাহানিতে মেতে উঠেছে সেই ছবিই তুলে ধরা হয়েছে ছবির ট্রেলারে। হিন্দু -মুসলমান আর “একই বৃন্তে দুটি কুসুম”নেই, একে অপরকে শেষ করার নেশায় মেতে উঠেছে। এই পরিস্থিতিতে ছবির ট্রেলারে শান্তির দূত হিসাবে দেখা মিলছে আম্মির। ধর্ম ভুলে তিনি সকলের বিপদে আশ্রয়দাতা হিসাবে দেখা দিয়েছেন। বোঝানোর চেষ্টা করেছেন এমনটা চলতে থাকলে এই পৃথিবীতে আর মানুষ নয়, শুধু মন্দির মসজিদই থাকবে। আসলে ধর্মের হানাহানিকে হারিয়ে প্রেমের বার্তাই দিতে চেয়েছেন পরিচালক। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত ঋত্বিক চক্রবর্তী, শুভ্রশ্রী গঙ্গোপাধ্যায়, সপ্তর্ষি মৌলিক,পার্নো মিত্র ও সোহম চক্রবর্তী। স্বাধীনতা দিবসের প্রাককালে ১২আগস্ট মুক্তি পাবে “ধর্মযুদ্ধ”।
তিতাস