চোখ তুলে দেখো না কে এসেছে’ বাবার গানে তুমুল নেচে নেটিজেনদের মুগ্ধ করলেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ

56

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত কে দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। কিছুদিন আগে ‘প্রাক্তন’ ও ‘দৃষ্টিকোণ’ ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি আগামী ২৫শে নভেম্বর সম্রাট শর্মার পরিচালিত ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিতে আবারো দেখা যাবে এই জুটিকে। আদ্যপান্ত মজার এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋষভ বসু ও ঈপ্সিতা মুখোপাধ্যায়কে।

নতুন এই ছবির প্রচারে জোরদার লেগে পড়েছেন অভিনেতা। কিছুদিন আগেই কলাকুশলিদের নিয়ে এই ছবির টাইটেল ট্র্যাকের হুক স্টেপ নেচে ভিডিও আপলোড দেন এবং অপর দিকে সকলকে এই ছবির হুক স্টেপ নেচে ‘হ্যাশট্যাগ প্রসেনজিৎ ওয়ডস ঋতুপর্ণা’ লিখে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার বার্তা দেন তিনি। আর সেই বার্তা পেয়েই প্রসেনজিৎ -অর্পিতার একমাত্র পুত্র তিন বন্ধু বান্ধবীর সাথে বিদেশের রাস্তায় জমিয়ে নেচে সোশ্যাল মিডিয়া রীতিমতো কাঁপিয়ে দিলেন।সাধারণ মানুষ থেকে নেটিজেন সকলেরই প্রশংসা কুড়িয়েছেন তিনি। অনেকেই তৃষাণজিতের টলিউডে পা রাখার জল্পনাও শুরু করে দিয়েছেন তবে এ কথাও জানা যায় বাবা এতবড় অভিনেতা হলেও ছেলের কিন্তু অভিনয়ের প্রতি খুব একটা টান নেই।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here