পোস্টারেই নজর কাড়লেন প্রসেনজিৎ -কৌশিক, ‘কাবেরী অন্তর্ধান’ মুক্তি পাচ্ছে নতুন বছরেই

38

দৃষ্টিকোণ’, ‘কিশোর কুমার জুনিয়র’ এবং ‘জেষ্ঠপুত্র’র পর ২০২৩সালের ২০জানুয়ারি মুক্তি পাবে সুরিন্দর ফ্লিমস প্রযোজিত কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’।

উত্তর ভারতের বিভিন্ন জায়গায় হয়েছে এই ছবির শুটিং।

পশ্চিমবঙ্গের পক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশংকর রায়ের বাড়িতে ছবির ঘোষণা ও পোস্টার প্রকাশ করেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। জানা যায় উত্তাল সাতের দশকের পেক্ষাপটে থ্রিলার ঘরানার গল্প ‘কাবেরী অন্তর্ধান’। ছবির নামের মধ্যেই থ্রিলারের আভাস পাওয়া যায়।ছবির মধ্যে সাতের দশকের রাজনীতির ছোঁয়া থাকতে পারে বলেই হয়ত পরিচালক সিদ্ধার্থ শংকর রায়ের বাসভবনকেই ছবির ঘোষণার জন্য বেছে নিয়েছিলেন। ছবির পোস্টারে শুধু  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কোশিক গঙ্গোপাধ্যায়কে দেখতে পাওয়া যায়।

নেটিজনরা এ খবর জানার পর এখন শুধু এই ছবি মুক্তির অপেক্ষায়।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here