জগদ্ধাত্রীর মতো নরম না জ্যাজ এর মতো কঠিন…বাস্তবে কেমন অঙ্কিতা?

1985

জগদ্ধাত্রী না জ্যাজ, কোন লুকে বাস্তবে বেশি পরিচিত পাচ্ছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক? জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র কেন্দ্রীয় চরিত্র অঙ্কিতা ঠিক কেমন, জগদ্ধাত্রীর মতো নরম সাদাসিদে নাকি জ্যাজ-এর মতো প্রতিবাদী ডানপিটে? জানালেন টিভির এক সাক্ষাৎকারে।

তিনি বললেন খুব কম দিনই হয়েছে ‘জগদ্ধাত্রী’ সম্প্রচারিত হচ্ছে এরই মধ্যে দর্শকদের এতো ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে তাঁর খুব ভালো লাগছে। তিনি এও বলেন, সব চরিত্রের নিজের একটা গল্প থাকে। কোনও একটা ধারাবাহিককে নিয়ে কিছু বলতে চাননা তবে টিআরপি তো একটা পরিমাপের ব্যাপার _হিসেব। দর্শকের ভালোবাসা আর জনপ্রিয়তাই তার কাছে আসল কথা। তবে যে ধরনের গল্প বা ধারাবাহিক দর্শকরা এতদিন দেখে এসেছেন এতদিন ‘জগদ্ধাত্রী’তার থেকে অনেকটাই আলাদা। একজন সাধারণ মেয়ে, যে বাড়িতে শান্ত হয়ে থাকে,সে যে সময়ের সাথে পাল্লা দিয়ে বাইরে শত্রু দমন করতেও সক্ষম, এটাই বেশ চমকের। আসলে যে রাঁধে সে চুলও বাঁধে। দু’টো দুই মেরুর চরিত্র। সেটা যখন দর্শক প্রথম প্রোমোতে দেখেছিল, প্রথমবার বিশ্বাস করতে বেজায় অসুবিধা হয়েছিল। জগদ্ধাত্রী জ্যাজহতে পারেনা। কিন্তু গল্পের গতি এগোতে থাকার সঙ্গে সঙ্গে এই বিশ্বাসটা দর্শকদের মনে ধীরে ধীরে আসতে থাকে। বাস্তবে হয়ত এমন বহু চরিত্র আছে, আমরা জানতে পারিনা। তার কথায় এও জানতে পারা যায় যে,মডেলিং -এ আসা থেকেই তার তার কেরিয়ার শুরু। বেশ কিছু অডিশন দেওয়ার পরই পরিচালক স্নেহাশীষ চক্রবর্তীর অফিসে যাওয়া এবং সেখান থেকেই স্নেহাশীষদা অডিশন নেন, ওয়ার্কশপ করান এবং তাকে নিজ হাতে তৈরি করেন। তিনি এও বলেন জ্যাজ ও জগদ্ধাত্রী দুইয়ের থেকেই ভালোটা নেওয়ার চেষ্টা করেন।তিনি বাস্তব জীবনে প্রতিবাদ করেন না যে তা নয় প্রয়োজনে চড়ও মেরেছেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। তবে জ্যাজ_এর মতো অতটা বোল্ড নন। আবার জগদ্ধাত্রীর মতো অতটাও নিরীহ নন। দুই মিলিয়েই তিনি। তবে কিছু প্রতিবাদ চাইলেও সবাই করতে পারেন না সেটা জ্যাজপারে। আর ওর তো জীবিকাও ওটাই। তবে জগদ্ধাত্রী ঘরের সাধারণ মেয়ে তার জন্য বিশেষ প্রশিক্ষণ লাগেনা কিন্তু জ্যাজ যে অ্যাকশন করছে, পাঁচিল থেকে লাফিয়ে নামছে, মারপিঠ করছে তার জন্য ট্রেনিং লাগে। তার ব্যক্তিগত ভাবে এই ধরনের কোন অভিজ্ঞতা নেই ফলে ওয়ার্কশপ করানো হয়, অনেক ছবি দেখতে বলা হয়। এই প্রসেসটা এখনও চলছে। যতদিন ধরাবাহিকটা চলবে, ততদিন এটা চলতে থাকবে।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here