বহুদিন গানের জগত থেকে দূরেই ছিলেন তিনি কিন্তু আমাদের অনেকেরই ছোটবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলো ৯-এর দশকের জনপ্রিয় গায়কের ভিডিও। যেখানে কালো পাঞ্জাবি , মাথায় ফেজ টুপি পরে হাতে গিটার নিয়ে ভাঙা গলায় ‘ও সনম’ গাইতে দেখা গিয়েছিলো লাকি আলিকে।ওই ভিডিওতে তাঁর মুখভর্তি সাদা দাড়ি দেখে নেটিজেনদের অনেকেরই চোখে জল এসেছিল।
লাকি আলির গোয়ার ভিডিওটি শেয়ার করেছেন বর্তমানে গোয়ার বাসিন্দা অভিনেত্রী নাফিসা আলি। অভিনেত্রীর শেয়ার করা ভিডিওতে গিটার হাতে ‘ও সনম’ গাইতে দেখা গেল লাকি আলিকে, তাঁর সঙ্গে বাঁশি ও তবলা সহ বিভিন্ন বাদ্যযন্ত্রে যোগ্য সংগত করলেন আরও কয়েকজন সংগীতশিল্পী। বেশ বোঝা গেল এত বছর পরেও জনপ্রিয়তা কমেনি লাকি আলির। আরও একবার শ্রোতাদের মন জিতলেন ৯-এর দশকের এই জনপ্রিয় গায়ক। গোয়ায় জমে উঠেছিল সংগীতের আসর। লাকি আলির গানে ভাসলেন সেখানে উপস্থিত বহু অনুরাগী।
তিতাস