নিজের বায়োপিক নিয়ে আগ্রহী নন মিঠুন চক্রবর্তী -কেন?

36

বলিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম কেই বা না জানে।তাঁর অভিনয়ে মুগ্ধ ঢালিউড, টলিউড ও বলিউডের দর্শকরা।তাঁর বিখ্যাত সংলাপগুলি এখনো অনেকেরই মুখে শোনা যায়। তবে তাঁর অতীত জীবন সম্পর্কে কজনই বা জানেন? সম্প্রতি ভারতের এক টিভি অনুষ্ঠানে নিজের জীবনের গল্প শোনালেন এই প্রখাত অভিনেতা। অনুষ্ঠানে তাঁর জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার কথাই তিনি বলেছেন এবং নিজের বায়োপিক যাতে নির্মাণ না করা হয় সে কথাও তিনি বলেছেন কঠোরভাবে। অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী বলেন, “আমি চাইনা আমার বায়োপিক নির্মিত হোক। কারণ আমার জীবনে যা ঘটে গেছে তা যেন অন্য কারোর জীবনে না ঘটে। অনেকেই তো নানারকম কষ্ট করে এসেছেন। এখনো কেউ কেউ করছেন। কিন্তু আমাকে ভয়াবহ পথ পাড়ি দিতে হয়েছে। আমাকে আমার গায়ের রং নিয়ে কটাক্ষ করা হতো। অনেক বছর আমাকে এ অপমান সহ্য করতে হয়েছে। এমনও দিন গেছে আমাকে খালি পেটে ঘুমাতে হয়েছে।কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছি। দুপুরে কি খাবো বা খাবার পাব কি না তা ভাবতে হয়েছে। অনেকদিন আমি ফুটপাতে ঘুমিয়েছি। আমি চাই না এসব পর্দায় উঠে আসুক।” 

তিনি এও বলেন, “আমি চাইনা আমার জীবনের মত অন্য কেউ এমন কষ্ট দুর্দশা ভোগ করুক।হিট   সিনেমা দিয়েছি বলে আমি লেজেন্ড নই।নিজেকে কখনো লেজেন্ড ভাবিনা, কারণ আমি সব কষ্ট আর জীবন সংগ্রাম পার করে এসেছি।”

এ কারনেই তিনি চাননা তাঁর বায়োপিক বানানো হোক।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here