শিবানী মুন্সী প্রোডাকশনের উদ্যোগে, পারমিতা মুন্সীর কনসেপ্ট ও ভাবনায় পেট ক্যালেন্ডার ২০২৩এর উদ্বোধন হয়েছে। সহযোগিতায় কলম্বাস ডিজিপেক্স। ক্রিয়েটিভ সুপারভাইজার সুকন্যা গুপ্ত।
পথপশু এই শব্দটার মধ্যেই একটা ভীষণ রকম উপেক্ষা লুকিয়ে থাকে। মালিকানাহীন কুকুর, বেড়ালরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়,একটু খাবারের জন্য মারধর, গায়ে গরম জলের ছ্যাঁকা পর্যন্ত খায়, এমনকি তাদের বাচ্চারা জন্মে, গাড়ির তলায় প্রাণও হারায়। আর আছে ঘরবিতাড়িত গরু, ছাগল এবং আবারপ্রাপ্ত হয়ে পরিত্যক্ত ঘোড়া। ব্রিড ডগ দিয়ে ক্রমাগত ব্রিডিং করিয়ে, তারপর বয়সকালে তাদের প্রজনন ক্ষমতা চলে গেলে, অসুস্থ হয়ে গেলে, তাদের মৃত্যুর জন্য পথে ফেলে দেওয়া হয়। এই সমস্ত পথপশুদের সহমর্মী সহনাগরিক হয়ে এদের পাশে এসেছেন পারমিতা মুন্সী। পারমিতার পোষ্য সন্তান নিউটন স্মৃতিতে হচ্ছে সেলিব্রিটি পেট ক্যালেন্ডার ২০২৩। এই কাজে পারমিতার অন্যতম দুই সহযোদ্ধা তাঁর স্বামী বিশিষ্ট আর্ট ডিরেক্টর সুদীপ ভট্টাচার্য ও এই প্রজেক্টের ক্রিয়েটিভ সুপারভাইজার সুকন্যা রক্ষিত গুপ্ত।
এতে মডেল হিসাবে আছেন এই শহরের তাবড় খ্যাতনামা শিল্পী ও বিদগ্ধ মানুষেরা। আরও বিভিন্ন খ্যাতনামা ব্র্যান্ড পাশে থেকেছে, যাতে এই শুটিং ভালোভাবে হয়।
জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৩, এই বারোটা পেজের বড় ওয়াল হ্যাংগিং ক্যালেন্ডার ও ডেক্সটপ ক্যালেন্ডার হবে।

ক্যালেন্ডারের বিক্রয়লব্ধ টাকায় প্রতিদিন ৩০০+পথকুকুর, বেড়ালদের ফিডিং করানো হবে এবং তাদের টিকাকরন হবে। বার্ষিক ১০০টা কুকুর, বেড়ালের স্টেরিলাইজেসন হবে। এছাড়াও অসুস্থ, বৃদ্ধ পরিত্যক্ত পথপশুদের ফস্টারিং করা হবে।
আর যেটা হবে, সেটা হলো একটা পেট ক্যাব কাম ২৪*৭ পরিষেবাসহ পেট এম্বুলেন্স সার্ভিস। আরও অনেক পরিকল্পনা আছে পথপশুদের নিয়ে, যেটার বিস্তার হবে পশ্চিমবঙ্গের সব জেলা ভিত্তিক। ভাগ্য সাথ দিলে সেই সীমা রাজ্যের গন্ডি পেরিয়ে দেশ… দেশের গন্ডি পেরিয়ে…. অনেকদূর যেতে পারে।
গত ২২শে ডিসেম্বর একটি তারকাখচিত, মিডিয়াপূর্ন অনুষ্ঠানে পেট ক্যালেন্ডার ২০২৩এর আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে। পথপশুদের প্রতি সামাজিক সচেতনতা গড়ে তুলতে এই কাজে সবাইকে পাশে চাই আমরা। ক্যালেন্ডার কিনে আমাদের পাশে থাকতে পারেন। এটা পথপশুদের স্বার্থে… সম্পূর্ণ অবাণিজ্যিক একটি প্রচেষ্টা।
এই পৃথিবীকে মানুষের পাশাপাশি, মানবেতর জীবদের নিরাপদ বাসযোগ্য স্থান করে তুলতে চাই আমরা।
তিতাস