বাংলা ধারাবাহিক ‘কৃষকলি’র দৌলতে এখন শ্যামা অর্থাৎ তিয়াসা বেশ পরিচিত মুখ। তাই :কৃষ্ণকলি’অভিনেত্রী তিয়াসা রায়ের সাথে নতুন করে আলাপ করানোর বোধহয় কিছুই নেই। সম্প্রতি তিয়াস রায়ের দিদির বিয়ের গায়ে হলুদের বেশ কিছু ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ইনস্ট্রাগ্রামে সেই ছবিগুলি পোস্ট করে তিয়াস লিখেছেন, ‘দিদির বিয়েতে’।
হলুদ লং কুর্তার সঙ্গে হলুদ স্কার্টে সেজে উঠতে দেখা গেল তিয়াস রায়কে। দিদির গায়ে হলুদ অনুষ্ঠানে হলুদ সাজে তাঁকে যেন আরও উজ্জ্বল দেখাচ্ছিল।
তিতাস