ছবির ট্রেলারে দেখা গেল, প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন রুদ্রনীল -শাশ্বত

36

ট্রেলারে দেখা যায়, “নাম তার মতিবিল, বহুদূর জল,/হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল..। /পাঁকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, /মাছরাঙা ঝুপ করে, পড়ে এসে জলে…।” ব্যাকগ্রাউন্ড রুদ্রনীলের গলায় শোনা যাচ্ছে সহজপাঠ -এর সেই কবিতা।দেখা যায়, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় ডাঃ বক্সীর ছেলে বিট্টুকে অপহরণ করে নিয়ে যায় অংকের শিক্ষক সুকুমার সেন।যা নিয়ে তোলপাড় পুলিস , প্রশাসন।হ্যাঁ ‘প্রতিদ্বন্দ্বী’ ট্রেলারে দেখা গেল এমনই এক গল্প।

সেখানে ডাঃ বক্সীর চরিত্রে দেখা গেল শাস্বত চট্টোপাধ্যায়কে।ছবির গল্পে ডাঃ বক্সীর ছেলে স্কুল থেকে অপহৃত হয়, তাকে খোঁজার ভার পড়ে প্রাইভেট গোয়েন্দা সিদ্ধার্থ (সৌরভ দাস ) এবং তাঁর টিমের উপর। তদন্ত করতে গিয়ে সিদ্ধার্থ জানতে পারে তাদের স্কুলের অংকের শিক্ষক সুকুমার সেনের (রুদ্রনীল ঘোষ)ডাঃ বক্সীর প্রতি বিদ্বেষ রয়েছে।প্রশ্ন জাগে সুকুমারই অপহরণের নেপথ্যে রয়েছেন? নাকি রয়েছে অন্য কোনও কারণ?এই প্রশ্নের উত্তর মিলবে ‘প্রতিদ্বন্দ্বী’ মুক্তির পরেই।তবে ট্রেলারে এটুকু স্পষ্ট এই ডার্ক থ্রিলারে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন শাশ্বত ও রুদ্রনীল।

সত্যজিৎ রায়ের ছবি প্রতিদ্বন্দ্বী মুক্তি পেয়েছিল ১৯৭০সালে। কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতেই ‘প্রতিদ্বন্দ্বী’বানিয়েছেন পরিচালক সপ্তাশ্ব বসু।যে ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ।

প্রসঙ্গত গত বছর ৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলো পরিচালক সপ্তাশ্ব বসুর পরিচালিত প্রথম ছবি ‘নেটওয়ার্ক’। ছবিটি দর্শক মহলে যথেষ্ঠ প্রশংশিত হয়েছিল।তাই এবার সপ্তাশ্ব বসুর দ্বিতীয় ছবি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে যতেষ্ট….

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here