জি বাংলার সারেগামাপা ২০২২ ক্রমে গ্যান্ড ফিনালের দিকে এগিয়ে চলেছে। এর জন্য রবিবারের পর্ব ছিলো ভীষণ গুরুত্বপূর্ণ।কারণ এই পর্বেই বিচারকরা কঠিন বিচার প্রক্রিয়ার মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে বেছে নিলেন সেরা ৭ প্রতিযোগীকে। এই তালিকা থেকে বাদ পড়লেন সোনিয়া গ্যাজমে।
শুরু থেকে শেষ পর্যন্ত সোনিয়া তার গানের যাদুতে সকলের মন জয় করে নিয়েছিলো। প্রথম প্রথম শুধু হিন্দি গান গাওয়ার জন্য যদিও তাকে সোশ্যাল মিডিয়ায় অনেক টোল্ড হতে হয়েছিলো, তবে বাংলা গান গেয়ে নিন্দুকদের মুখে ছাই ফেলে সমান ভাবে মুগ্ধ করেছেন তিনি। তাই তাকে বাদ দেওয়ার কারণে অনেকেই বিচারকদের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
এরপর থেকে সারেগামাপা মঞ্চে হতে চলেছে সেয়ানে সেয়ানে টক্কর। সেরা হওয়ার লক্ষে অবিচল ঋদ্ধিমান বিশ্বাস,অ্যালবর্ট কাবো,সায়ন বৈরাগী, বিমান বুলেট সরকার, অস্মিতা কর, অঙ্কিত মালাকার এবং পদ্ম পলাশ হালদার। সেরা ৭ প্রতিযোগীদের মধ্যে এদেরকেই ফাইনালের জন্য বেছে নিয়েছেন বিচারকরা। আগামী শনি-রবিবার থেকেই সারেগামাপার মঞ্চে লড়াই আরও জোরদার হতে চলেছে।
তিতাস