আমি অপ্রতিরধ্য: শ্রাবন্তী

56

অভিনয়ের চেয়ে সবসময় ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচিত-সমালোচিত অন্যতম টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে এই টলি কুইন এসব সমালোচনাকে বুড়ো আঙুল নিজের ব্যক্তিগত জীবনের প্রায় প্রতিটি মুহূর্তকেই নিজের সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করে ভক্তদের কাছাকাছি থাকতেই বেশি পছন্দ করেন।আর সেখানেই ধরা পড়ে ৩৫বছর বয়সেও তাঁর রূপের জেল্লা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পাহাড়ের সকালের মিষ্টি রোদ গায়ে মেখে বোল্ড পোশাকে ধরা দিয়েছেন নায়িকা।

এ ছবিগুলোতে শ্রবন্তীর পরনে রয়েছে থাইস্লটি ফ্লোরাল প্রিন্টেড গাউন। কানে ম্যাচিং ফ্লোরাল ডিজাইনের দুল এবং পায়ে সাদা রঙের হাইহিল গামবুট।একটি গ্লাস-উইন্ডোতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী।আর এ পোশাকের ফাঁকে উঁকি দিছে তাঁর সৌন্দর্য।হালকা শীতের আমাজে শ্রাবন্তীর এমন উষ্ণ ছবি তাঁর অনুগামীদের মনে উষ্ণতার খোরাক ঢেলে দিয়েছে।ছবির পাশাপাশি অনবদ্য ক্যাপশনও নজর কেড়েছে অনুগামীদের। ক্যাপশনে লেখা ছিলো, “আমি অপ্রতিরোধ্য” চলতি বাংলায় যার অর্থ -“আমি থামতে রাজি নই।”

নেটিজেনরা অনেকেই এ পোস্টে সুন্দর মন্তব্য করলেও অনেকে আবার তির্যক মন্তব্যও ছুঁড়ে দিয়েছেন।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here