সম্প্রতি দুই ছেলেকে নিয়ে পাহাড়ে চড়ার একটি পুরানো ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে দেওয়ায়, মুহূর্তেই ভাইরাল হয়ে গেলো। ভিডিও দাতা আর কেউ নন, অভিনেতা হৃত্বিক রোশন।একাধিক প্রেমের গুঞ্জন, কঙ্গনার সাথে আইনি লড়াই, সুজানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সহ নানান ব্যক্তিগত কারণে আলোচিত হলেও বাবা হিসাবে দুই সন্তান রেহান ও হৃদানকে নিজের মত করে সময় দেওয়ার চেষ্টা করেন, যাতে বিবাহ বিচ্ছেদের প্রভাব তাদের মধ্যে কোনভাবে না পরে সে বিষয়ে খুব সতর্কও থাকেন। ভিডিওটিতে তিনি হৃদানকে বাঞ্জি জম্পিং এর জন্য উৎসাহিত করে বলছেন -সময় নাও, ধীরে.. জোরে শ্বাস নাও, তোমার কোন আঘাত লাগবে না। ৫সেকেন্ডের মধ্যে তুমি নিচে নেমে যাবে। আমার মনে হয় তোমার মস্তিষ্ক এটা নিতে পারবে। আমার মনে হয়, তোমার এটা করা উচিত, তাহলে তুমি তোমার মস্তিষ্ক সম্পর্কে অনেককিছু শিখবে। এটা কীভাবে করতে হয় সেটাও তুমি জানো, কীভাবে মস্তিষ্কের নিয়ন্ত্রণ করতে হয় সেটাও তোমার জানা আছে।
বাবার কথা শুনে উৎসাহিত হয়ে এরপর ছেলে ঝাঁপ দেওয়া মাত্রই উৎফুল্ল অভিনেতা। “ভয় কে জয় করেছো কী দারুণ একটা দিন”। তাঁর কথায় – এরপর হৃদান আর আমি দুজনেই যখনই ভয় পাবো তখন অবশ্যই ভাবব, হৃদান কীভাবে এই ভয় কে জয় করেছিলো।।
তিতাস