বিভিন্ন মহলে আল্লু অর্জুনকে ঘিরে জল্পনা তুঙ্গে পুষ্পা ছবি মুক্তি পাওয়ার পর থেকেই। লকডাউন শেষ হওয়ার পরই প্রতিটি সিনে দুনিয়াই মরিয়া হয়ে পড়েছিলেন দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে।২০২১সালে কিছু ছবি বক্স অফিস কালেকশন করলেও তাক লাগিয়েছিল পুষ্পা। বছর শেষে মুক্তি পেতেই তা হৈ হৈ করে দর্শকদের মনে এমন জায়গা করে নেয় যে বছর ঘুরতে চললেও পুষ্পা হ্যাংওভার এখনো কাটেনি দর্শকদের মন থেকে।যার ফলে পুষ্পা ২ছবির প্রতিটা খবরে কড়া নজর রেখে চলেছে নেট পাড়া। ইতিমধ্যেই শুরু হয়েগিয়েছে ছবির কাজ। দক্ষিণী দুনিয়ার সূত্রে শোনা যায় ছবি দ্বিতীয় শিক্যুয়েলে ইতি টানবে না বরং তা তৃতীয় পর্বেও যেতে পারে। তবে এবার সামনে এল ছবির বাজেট ঘিরে অন্য খবর। দক্ষিণের ছবি হাজার কোটি টাকার ব্যবসা অতীতে করেছে বহুবার। যার ফলে এবার থিয়েটার রাইটসের জন্য পুষ্পা ২হাঁকলো বড় অংকের টাকা। মোটের উপর ৮০কোটি টাকায় বিক্রি হবে এই ছবির থিয়েটর স্বত্ত্ব। ইতিমধ্যে গোটা বিশ্বজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাওয়ার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। এর আগে আর আর আর ছবি সত্য বিক্রি হয়েছিল ৭০কোটি টাকায়। ফলে পুষ্পা ২এখনও পর্যন্ত সর্বাধিক দাম ধার্য করল।
তিতাস