বেশকিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসে নুসরত জাহানের জন্মদিন সেলিব্রেশনের ভিডিও। জন্মদিনটা একটু অন্যরকম কাটাতে মেঘালয়ে বেড়াতে গিয়েছিলেন নুসরত জাহান। চেরাপুঞ্জির মাওলিং-গ্রামটিও নুসরত যে ঘুরে দেখেছেন তা তাঁর ইন্সট্রাগ্রাম লোকেশন থেকেই জানা যায়। মেঘালয়ের লিভিং রুট ব্রিজে দাঁড়িয়ে, ডাবল ডেকার রুট ব্রিজের সামনে ছবি তুলে সে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নিখিলের ছবি সরাসরি পোস্ট না করলেও একটু অন্যরকম করে তা পোস্ট করেছেন নুসরত। আলো-আঁধারি সেই ছবিটা যে নুসরত নিখিলের তা আর বলার অপেক্ষা রাখে না।
তিতাস