নতুন মোড়কে আসছে ফেলুদা বড়দিনে বড় পর্দায়, সন্দীপ রায়ের ‘হত্যাপুরী

44

সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের সবথেকে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা, তাকে বাঙ্গালীর হিরো বললেও ভুল বলা হবেনা।বইয়ের পাতায় তো বটেই বড় পর্দায় ও ফেলুদা বরাবর হিট। ফেলুদা প্রেমীদের জন্য সুখবর।সন্দীপ রায় পরিচালিত জনপ্রিয় হত্যা রহস্য ‘হত্যাপুরী’ এবছর বড়দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

চিত্রনাট্য অনুযায়ী ফেলুদা তাঁর দুই নির্ভরযোগ্য সঙ্গী তোপসে ও জটায়ুর সাথে সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়ে হঠাৎ এক অজ্ঞাত লাশ খুঁজে পাবেন।ফেলুদা সববারের মতন দুই সঙ্গীকে নিয়ে খুনের রহস্য উন্মোচন করতে বেড়িয়ে পড়বে।ফেলুদা তদন্ত শুরু করার পর গল্পটি এক রহস্যাময় মোড় নেবে।যখন তারা পৌছাবো ডি.জি সেন নামে এক ব্যক্তির কাছে যিনি পাণ্ডুলিপি সংগ্রহ করেন। হঠাৎ তিনি নিখোঁজ হন এবং পুরীতে আরও একটি মৃতদেহ পাওয়া যায়।ত্রয়ী এই মামলার যত গভীরে যেতে শুরু করবেন, সামনে আসতে শুরু করবে সত্যি।

নানা জল্পনা-আলোচনা, বাধা -বিপত্তি কাটিয়ে গত জুন মাস নাগাদ ‘হত্যাপুরী’শুটিং শুরু করেন সন্দীপ রায়। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে কলকাতা ও পুরীতে। এবার বড় পর্দায় ফেলুদা – ইন্দ্রনীল সেনগুপ্ত,লালমোহন বাবু অর্থাৎ জটায়ু -অভিজিৎ গুহ এবং তপসে রূপে আয়ুষ দাসকে দেখা যাবে।এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ  চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়,সাহেব চট্টোপাধ্যায় ও ভরত কলের মত অভিনেতারা।ঘোষাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ও শ্যাডো ফ্লিমসের যৌথ প্রযোযোনায় আগামী ২৩ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতিক্ষিত ছবি ‘হত্যাপুরী’।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here