ডক্টর বক্সীর চরিত্রে পরমব্রত আর ধোঁয়াসাময় পরমব্রতর চরিত্রের ঠোঁটে রহস্যময় হাসি

78

আগামী জানুয়ারি 2023_প্রকাশিত হবে সাই-ফাই উপাদান সহ একটি বিশেষ মেডিকেল থ্রিলার ডক্টর বক্সী। তারই আফিসিয়াল ট্রেলার উপস্থাপন করা হল।
পরিচালনা করেছেন সপ্তাশ্ব বসু এবং এসএমডি স্টুডিওস ইন অ্যাসোসিয়েশন উইথ রোল ক্যামেরা অ্যাকশন দ্বারা প্রযোজনা।

নতুন ছবি ডক্টর বক্সীর মুক্তিপ্রাপ্ত গোটা ট্রেলার জুড়ে ছিলো ঠিক ভুল আর সত্যি মিথ্যের দ্বন্ধ। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির এই ট্রেলারে শুভশ্রীর চরিত্রকে দেখা গেল একজন লেখিকা হিসাবে। এখানে সবাই তাঁর গল্পের চরিত্র। কিন্তু এই গল্পে ধোঁয়াসা রয়েছে পরমব্রতর চরিত্র নিয়ে। তিঁনিই হলেন ডাঃ বক্সী। রহস্যের চাদরে মোড়া এই গল্পের মোর কোন দিকে এগোবে তার উত্তর দেবে সময়। ট্রেলারের পরতে পরতে আকর্ষণ করেছে পরমব্রতর সংলাপ ও রহস্যাময় হাসি।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here