থ্রিলার ঘরানার ছবি নিয়ে আসছেন পরিচালক সৌভিক দে। নাম ‘বরফি’। এম. এস. ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে মীনা শেঠি মণ্ডলের প্রযোজনায় এই ছবি ‘বরফি’।

116

ছবিতে অভিনয় করতে দেখা যাবে। কৌশিক সেন, গুলশন পাণ্ডে, অভিজিৎ গুহ, চান্দ্রেয়ী ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনামিকা সাহা, অমিত শেট্টি, পিয়ালি চক্রবর্তী, অরিত্র দত্ত বণিককে একসঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

Photo By BULAN

শহরে একের পর এক মন্ত্রীর খুন হচ্ছে। পুলিশ প্রশাসন মিডিয়া জনতা সবাই তটস্থ কে বা কারা খুন করছে কি তাদের উদ্দেশ্য কেউ জানে না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি, স্কুলের প্রিন্সিপাল বরফি তার ভাই সূর্য এবং ভাইয়ের বান্ধবী শ্যামলী এদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক বরফি কোনভাবেই সম্পর্কে মেনে নিতে পারছে না অন্যদিকে পুলিশ এই তদন্ত তাদের পূর্বতন একজন হেভি ওয়েট অফিসার তিনি বর্তমানে শখের গোয়েন্দা মহেন্দ্র এবং তার সহকারী লঙ্কার হাতে সমর্পণ করে। এর থেকে বরফি সূর্য এবং সূর্যের প্রেমিকার মধ্যে একটা ত্রিকোন সম্পর্ক আর অন্যদিকে লক্কা এবং মহেন্দ্রর ইনভেস্টিগেশন সমান্তরাল ভাবে এগোতে থাকে। খুন কিন্তু বন্ধ হচ্ছে না মহেন্দ্র এবং লক্কা আরো বেশি Hand ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছে। বরফি কি ভাইয়ের প্রেমিকার সম্পর্কটা মেনে নিতে পারবে? মহেন্দ্র কি খুঁজে বার করতে পারবে আসল খুনিকে এবং এক্ষুণের নেপথ্যের আসল সত্যি?
Director Of Photography is by Arnav Guha.

ছবির গল্প লিখেছেন সায়ন রয়্যান ও সৌভিক দে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here