ওড়না দিয়ে ঢাকলেন কেন বেবি বাম্প! ফের মা হচ্ছেন রানি?

32

বলিউডে এখন শুধু মাতৃত্বের আস্বাদ। আলিয়া ভাট প্ৰথম সন্তানের জন্ম দিলেন। তারই মাঝে করিনা কাপুর খান, ঐশ্বর্য রাই বচ্চন এরও ফের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও ঐশ্বর্য, করিনা এঁরা দুজনেই এবিষয়ে নিরব। আর এবার কানাঘুষো শোনা যাচ্ছে রানি মুখোপাধ্যায় ও নাকি মা হতে চলেছেন। সম্প্রতি পাপারাৎজির ইনস্ট্রাগ্রামে উঠে আসা একটি ভিডিওতে ‘ফ্লাওয়ার প্রিন্টেড সবুজ রঙের সারারা সালোয়ারে দেখা যাচ্ছে রানি মুখোপাধ্যায়কে। গায়ের উপর আলগোছে ফেলা রয়েছে গোলাপি রঙের ওড়না। যে ওড়নাটি দিয়েই বারবার রানিকে নিজের স্ফীত পেট ঢাকতে দেখা যায়। সিদ্ধিবিনায়ক মন্দিরে রানি মুখোপাধ্যায়কে পাপারাৎজি ঘিরে ফেলতেই সবসময়ের জন্য এবারও তিনি মাস্ক সরিয়ে হাসিমুখে পোজ দেন।পাপারাৎজির তোলা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রানির ফের অন্তঃসত্ত্বা  হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। সত্যিই কি তাই?

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here