সম্পর্কে স্বীকৃতি দিয়ে ‘মন্নতে’ লিভ ইন শুরু করছেন সেলেব জুটি হৃত্বিক-সাবা

52

স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর সাবা আজাদের প্রেমে পড়েছেন বলি অভিনেতা হৃত্বিক রোশন। সম্পর্কটা অনুষ্ঠনিক করেছিলেন অনেক আগেই, এবার আরো এক ধাপ এগিয়ে দুজনে লিভ ইন করার সিদ্ধান্ত নিলেন।

ইতিমধ্যে হৃত্বিক সুজানের দুই ছেলেও পছন্দ করে ফেলেছেন বাবার নতুন প্রেমিকাকে।নিজের লেখা ও গান দিয়ে সুজনকেও নিজের ভক্ত বানিয়েফেলেছে  সাবা। দুজনের মধ্যে নাকি ভালোই বন্ধুত্ব গড়ে উঠেছে।

জানা যাচ্ছে মুম্বাইতে ‘মন্নত’ নামে একটি বিলাসবহল অ্যাপার্টমেন্টের সবথেকে উপরের তিনটি তলা জুড়ে দুটো ফ্ল্যাট নিয়েছেন হৃত্বিক।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, একেবারে সমুদ্রের ধারেই ফ্ল্যাট দুটির জন্য নাকি আনুমানিক ৯৭.৫০কোটি টাকা খরচ করেছেন তিনি।অ্যাপার্টমেন্টের সবথেকে উপরের এই তিনটি তলা নতুন করে সাজানো হচ্ছে সেলেব জুটির জন্য। কারণ এবার ‘মন্নত’ই হতে চলেছে হৃত্বিকের নতুন বাসস্থান।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে পড়েছে।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here