আজ লাইমলাইট হলো ভারতের নেতৃত্বস্থানীয় জুয়েলারি ব্যান্ড। যেখানে সন্ধান মেলে ল্যাবে তৈরি সি ভি ডি হিরে খচিত গহনা।যার মধ্যে সমসাময়িক স্থাপত্য ও নকশার নিজের গর্বিত উপস্থিতি জানান দেয় যা নতুন যুগের প্রযুক্তি ও ঐতিহ্যবাহী সুক্ষ্য গহনার নিখুঁত মিশ্রণকে প্রতিফলিত করে।যেটা আজকের ক্রেতাদের কাছে সবচেয়ে আকর্ষনীয়।
লামলাইট ভারতের হিরের গয়নাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ফোরাম মলে কলকাতার কেন্দ্রস্থলে একটি দর্শনীয় স্টোরের মাধ্যমে লাইমলাইট পূর্বাঞ্চলে তার খুচরো বিক্রিকে সম্প্রসারিত করেছে।

উদ্বোধনি অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বদের সাথে সংসদ সদস্য নুসরাত জাহান ও উপস্থিত ছিলেন।
তিনি বলেন -ল্যাবে উৎপন্ন হিরের গয়নাই তাঁর পছন্দ। তিনি মনে করেন প্রতিটি ভারতীয় মহিলা ভারতে তৈরি নিজস্ব টেকসই গয়না পরতেই বেশি গর্বিত হবেন। তিনি লাইমলাইট টিমকে কলকাতায় এই ধারণা নিয়ে আসার জন্য অভিনন্দন ও শুভকামনা জানান।
তিতাস