পর্দার বকুলের বোল্ড ফটো! থাই স্প্লিট সিক্যুইন ড্রেস নজরকাড়া ঊষসী

37

টেলিভিশনের জনপ্রিয় মুখ ঊষসী রায়। মিলনতিথি ধারাবাহিকে অহনা চরিত্রের মাধ্যমে অভিনয় জীবনের হাতেখড়ি হয় ঊষসী রায়ের। এরপর তিনি সকলের মনের একেবারে কাছে পৌঁছে ছিলেন বকুল কথা ধারাবাহিকের বকুল চরিত্রের মাধ্যমে। বর্তমানে খুবই সক্রিয় থাকেন তিনি সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সময় সামনে আসে তাঁর নানান পোস্ট। বর্তমানে বেশ কয়েকটি বোল্ড ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। কালো রঙের একটি লং থাই স্প্লিট সিক্যুইন ড্রেস পরেছেন ঊষসী রায়। সঙ্গে রয়েছে মানানসই স্মার্ট কানের দুল, হাত ও গলা রয়েছে ফাঁকা। ডিপ নেক স্পেগেটি ড্রেসে সকলের নজর কারছেন অভিনেত্রী। তাঁর পরনে রয়েছে ঘিয়ে রঙা হাই হিল এবং চুল হালকা বুফে করে বাঁধা। সেই ছবিগুলিতে মহুর্তে পড়েছে হাজার হাজার লাইক কমেন্টস।

অভিনেত্রীর ছবিগুলিতে উষ্ণ কমেন্ট করেছেন বহু ফ্যানেরা। ঊষসীর প্রশংসায় পঞ্চমুখ  অনেকেই। এই লুক হতে পারে আপনার পরবর্তী পার্টির স্টাইল স্টেটমেন্ট।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here