বাদশা জানালেন,জ্ঞান ফিরেছে, আপাতত স্থিতিশীল “বচপন কা প্যায়ার” খ্যাত সহদেব

27

মঙ্গলবার ছাত্তিশগড়ে নিজের গ্রামেই বাইক দুর্ঘটনায় আহত হয়ে দুর্ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায় ইন্টারনেট স্টার ১০বছর বয়সী সহদেব। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া পাঠানো হয় জগদলপুরের মেডিক্যাল কলেজে।

সহদেবের দুর্ঘটনার কথা জেনেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ তাদের পাশে দাঁড়ান বাদশা। তার চিকিৎসায় সবরকমের সাহায্য করবেন তিনি। টুইট করে বাদশা জানিয়েছেন, অজ্ঞান অবস্থাতেই সহদেবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আছেন সহদেবের পাশে। সবাইকে সহদেবের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেছেন। এরপরই ফের টুইট করে করে বাদশা লেখেন, জ্ঞান ফিরেছে সহদেবের। রায়পুরের একজন ভালো নিউরো সার্জেনকে দেখাতে নিয়ে যাওয়া হবে। সবার প্রার্থনার জন্য ধন্যবাদ।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here