আর্টিকেল ২৫-র পর ফের একবার অনুভব সিনহার সঙ্গে জুটি বাঁধলেন আয়ুষ্মান খুরানা।ছবির নাম অনীক। মঙ্গলবার সামনে এল আয়ুষ্মানের ফার্স্ট লুক।
অনীক-এর লুকে আয়ুষ্মানকে মিলিটারি গ্রিন জ্যকেট জিপে চড়ে বসতে দেখা যাচ্ছে। তবে নজর কাড়লো আয়ুষ্মানের ভ্রু তে করা স্ট্রাইক। অপর ছবিতে পরিচালক অনুভব সিনহার সঙ্গে ক্লাপবোর্ড ধরে থাকতে দেখা যাচ্ছে আয়ুষ্মানকে। ফার্স্ট লুক শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন,”অনুভব সিনহা স্যারের সঙ্গে আবার জুটি বাঁধতে পেরে খুশি। এটাই হলো আমার জোশুয়া লুক”। লুকটা অনুভব সিনহা ও ভূষণ কুমারকে ট্যাগ করেছেন আয়ুষ্মান।
জানা যাচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই অনীক-এর শুটিং শুরু হয়েছে। উত্তর পূর্ব ভারত জুড়ে চলছে ছবির শুটিং।
এখন নেটিজেন দুনিয়া এই ছবির মুক্তির অপেক্ষায়।
তিতাস