আরিয়ান খান ফিরিয়ে দিলেন প্রথম ছবির প্রস্তাব

52

খুব শিগগিরই বড় পর্দায় অভিষেক হতে চলেছে বলিউড বাদশা শাহরুখের কন্যা সুহানা খানের,জোয়া আখতর পরিচালিত ছবি “দ্য আচির্জ”তে।কিন্তু শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের বলিউডে অভিষেক কবে হবে এ নিয়ে অনেকদিন ধরেই বলিউড ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা চলছে।

বলিউডে স্বজনপ্রীতির বিতর্কে সবচেয়ে সবচেয়ে বেশি বিদ্ধ হয়েছেন একাধিক তারকা সন্তানদের’গডফাদার’ করণ জোহর। বরুন ধওয়ান, আলিয়া ভাট, অনন্যা পন্ডে, জহ্নবী কাপুর সহ বহু তারকা সন্তানই সেই তালিকায় পরে। তিনি শাহরুখ খানের কাছের বন্ধুও বটে।

শাহরুখ পুত্র আরিয়নের কাছে একবার নয়, একাধিকবার তিনি ছবির প্রস্তাব নিয়ে যান। কিন্তু আরিয়ান প্রতি বারই তাঁকে ফিরিয়ে দেন। একাধিক বার প্রত্যাখানের পর প্রায় হাল ছেড়ে দেন করণ জোহর। এক সংবাদ মাধ্যমে করণ বলেছিলেন,” ও(আরিয়ান) এখনও ছোট, ঠিক সময়ে নিজেই বুঝে যাবে। “

শোনা যায়,’দ্য আচির্য”র জন্য আরিয়ানের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন জোয়া আখতরও। কিন্তু এই পরিচালককেও ফিরিয়ে দিয়েছিলেন আরিয়ান।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here