গানের জগতে উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং। গানের প্লে লিস্টের তালিকায় সবার উপরে অরিজিৎ সিং য়ের গানই রাখেন অনেকে।আর প্ৰিয় গায়কের সঙ্গে সেলফি তোলা যে কারোও কাছেই স্বপ্ন পূরণ হওয়ার মত। বাংলা গানের জগতে অন্যতম উজ্জ্বল গায়িকা ইমন চক্রবর্তী। অরিজিৎ সিংয়ের সঙ্গে জাতীয় পুরস্কার জয়ী এই বাঙালী গায়িকার ছবি দেখে ভালোবাসা উজাড় করেছেন নেটিজেনরা।
এক ফ্রেমে ইমন -অরিজিৎকে দেখে এক নেটিজেনের মন্তব্য -‘এই মানুষটা ভগবান…. যে দেখবে তাঁর জীবন সার্থক।’ অপর একজন লিখেছেন- ‘আমি বাক্যহারা।’কারও মন্তব্য -‘আমার কিন্তু হিংসে হচ্ছে।’ জগত জোড়া খ্যাতি অরিজিৎ সিংয়ের।তাঁর আগণিত ভক্তদের মধ্যেই একজন ইমনও তা আর বলার বাকি রাখেননি গায়িকা।
গায়িকার কথায় জানা যায়, তিনি নিজে মানে অরিজিৎ সিং ইমনদের রওনা করানোর সময়ে গাড়ি পর্যন্ত ছাড়তে যান। এমনকি আশেপাশে যাদের সাথে দেখা হচ্ছিলো, তাঁদের সাথে এমন ভাবে কথা বলছিলেন যে, মনে হচ্ছিলো তিনি যেন ভুলেই গিয়েছিলেন যে তিনি অরিজিৎ সিং।
ইমনের সঙ্গে নিজস্বী তুলেছেন অরিজিৎ সিং। গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে নিজস্বীতে তাকিয়ে গায়িকা। অরিজিৎ সিংয়ের সঙ্গে
সেলফিটা যেন একটা পরম পাওনা ইমনের কাছে।
তিতাস।