খুনের কিনারা করতে গিয়েই সন্দীপ্তার প্রেমে পড়লেন অঙ্কুশ। বাকি গল্প ‘শিকারপুর’..

106

অঙ্কুশের প্রথম ওয়েব সিরিজ ‘শিকারপুর’। ট্রেলারেই ধরা পড়ল গল্পের অংশবিশেষ।
তথাকতিথ নায়কের থেকে এই ছবিতে অঙ্কুশের লুক থেকে চরিত্র বেশ আলাদা।
পর্দায় অঙ্কুশ ওরফে কেষ্টর উপর ভার পরে এক খুনিকে ধরে দেওয়ার। তাই নিয়েই অবর্তিত এই সিরিজের গল্প।
খুনি খুঁজে বের করার দায়িত্ব অঙ্কুশের কাঁধে থাকলেও তিনি কিন্তু এখানে কোন গোয়েন্দা নন।তিনি হারেন আবারো চেষ্টা করেন, এর পাশাপাশি রয়েছে তাঁর চরিত্রে মজার সব উপাদানও ।


ছবিতে কিছুটা মজার মোড়কে দেখানো হয়েছে দেবাশীষ ও সন্দীপ্তার রসায়ন।
প্রথমবার অঙ্কুশের বিপরীতে দেখা যাচ্ছে সন্দীপ্তা সেন কে। আর এই প্রথমবার অঙ্কুশের সাথে পর্দা ভাগ করে নিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।তিনি ক্যামেরার পিছনে ও সামনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন এবং সিরিজে তিনি অঙ্কুশের ওস্তাদজী।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here