প্রাথর্ণায় সারা দিয়ে আবারও ফিরে আসছেন ঐন্দ্রিলা

32

যেখানে চিকিৎসকদের কথায় আশার আলো বিলুপ্ত প্রায় ঠিক সেই সময় আকস্মিক ভাবেই আলোর দিশায় এগিয়ে গেলেন ঐন্দ্রিলা শর্মা। অতিপ্রাকৃত আর চমৎকারকে বাহবা দিয়ে একের পর এক কেমো, ওষুধের সাথে লড়াই করে, আবারও যুদ্ধ জয়ের পথেই এগোচ্ছেন তিনি। গত ১৮দিনে ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর নাম। তাঁকে ঘিরে তৈরি হয়েছে কত আবেগ, বিতর্ক,বচসা, কথকতা, প্রার্থনা আর কত না গুজব। সমস্ত গুজব ও বাকি সব কিছুকে পিছনে ফেলে সকলের প্রার্থনার সঙ্গে আজ এ কথা বলতেও এতটুকু দ্বিধা নেই যে অভিনেতা সব্যসাচীর হৃদয় নিংড়ানো ভালোবাসায় আবারও আবারও সারা দিচ্ছেন অভিনেত্রী ।রাতজাগা হাসপাতালের বেডে শুয়ে অচেতন অবস্থায় থেকেও নাকি ফিরে আসছেন বছর ২৩_এর লড়াকু এই মেয়ে, যার নাম ঐন্দ্রিলা।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here