একাদশ শ্রেণী থেকেই ক্যান্সারের সাথে লড়াইটা চালিয়ে যাছেন ঐন্দ্রিলা

33

১৯৯৮-এর ফেব্রুয়ারী জন্ম ঐন্দ্রিলা শর্মার।২০১৫-র জন্মদিনের দিনই তাঁর শরীরের অস্থি মজ্জায় মারণ রোগের বাসা বাঁধার কথা প্রথম জানতে পারেন তিনি। তখন থেকেই লড়াইটা শুরু। নিজ বাসস্থান বহরমপুর থেকে দিল্লিতে চিকিৎসার জন্য নিয়ে যান তাঁর বাবা- মা।চিকিৎসকরা জানিয়ে দেন ঐন্দ্রিলার হাতে বেশি সময় নেই। এরপর একেরপর এক কেমো, ইনজেকশনে শরীর যেন ক্রমশ কুঁকড়ে যাচ্ছিল। দীর্ঘ লড়াইয়ের পর তবে ২০১৬-২০২১’টানা পাঁচবছর বেশ ভালোই কাটছিলো। ততদিনে তাঁর অভিনয় জীবন শুরু হয়ে গিয়েছিলো।২০২১_এর ফেব্রুয়ারী হঠাৎই তাঁর ডান কাঁধে যন্ত্রণা শুরু হয়। ভেবেছিলেন শোয়ার দোষে, তারপর জানা যায় ডান ফুসফুসে ১৯সেন্টিমিটারের একটি টিউমার রয়েছে। আবারও শুরু হয় কেমো আর সেই যন্ত্রণা। শারীরিক কারনেই উচ্চমাধ্যমিকের পর নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েও পড়াশোনা শেষ করতে পারেননি তিনি।তবে ছোটবেলার স্বপ্ন পূরণ করতে অভিনেত্রী হওয়ার লড়াই শুরু করেন তিনি।২০১৭সালে ঝুমুর ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনে কাজ শুরু এবং সেই ধারাবাহিকের তাঁর বিপরীতে থাকা অভিনেতা সব্যসাচী চৌধুরীর সাথে সেখান থেকেই বন্ধুত্ব। পরে সেই বন্ধুত্ব প্রেমে বদলে যায় এবং সর্বক্ষণ ঐন্দ্রিলার পাশে থাকতে দেখা যায় তাঁকে। সম্প্রতি ক্লিক এর ভাগার ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা।

সবকিছু ঠিকঠাকই চলছিল হঠাৎই যেন সব কেমন ওলোটপালোট হয়ে গেল। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর এই মুহূর্তে ভেন্টিলেশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঐন্দ্রিলা। শর্মা। নেট দুনিয়ায় এ খবর ছড়িয়ে পড়ার পর নেটিজনদের মধ্যে তাঁকে নিয়ে একটু দুশ্চিতা হচ্ছে বৈকি।

তিতাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here