সবুরে মোওয়া ফলে, তাই আর কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ করেছেন দীপিকা পাড়ুকোন। সোমবার এমন এক সুখবর দেবেন যে সেই সুখবরে সকলের মন ভরে যাবে,এব্যাপারে আশাবাদী নায়িকা। তিনি লিখেছেন তাঁর মনে হয় এই খবরটি হতে চলেছে ম্যাজিকাল।তাঁদের ভালোবাসার ফসল সকলের সামনে আনতে চান দীপিকা। এমনকি তিনি নিজেই অধৈর্য হয়ে পড়েছেন।আসলে সোমবার তাঁর নতুন ছবির ঘোষণা করবেন তিনি। পরিচালক শকুন বাত্রার ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবির প্রযোজক করণ জোহর ও শকুন বাত্রা। ছবিটা একটি সম্পর্কের গল্প। এই ছবিতে দীপিকার পাশাপাশি অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে। এ খবর পাওয়ার পর নেটিজেনদের মধ্যে এই ছবি নিয়ে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে।
তিতাস