ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, আমির কন্যা ইরার সঙ্গে তাঁর প্রেমিক নূপুর শিখরের বাগদান সারার খবর এবং তাঁদের যুগল ছবি।
খবর আগেই শোনা যাছিল, এবার মুম্বাইতে বাগদান সেরে ফেললেন ইরা খান ও তাঁর প্রেমিক নূপুর শিখর ।
এদিন লাল অফ শোল্ডার গাউন এবং সঙ্গে মানানসই গয়নায় সেজেছিলেন ইরা। তাঁর পাশে নুপুরকে দেখা গেল কালো স্যুটে।
মেয়ের এই বিশেষ দিনে সেজেগুজে উপস্থিত ছিলেন বলিষ্টার বাবা অভিনেতা আমির খান, মা রীনা দত্ত এবং ঠাকুমা জিনত হুসেন। সৎ মা কিরণ রাও এবং সৎ ভাই আজাদকেও ঐদিন ইরার বাগদান অনুষ্ঠানে দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত সকল শুভাকাঙ্ক্ষীর সাথে নেটিজেনদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এখন ইরা এবং নূপুর।
তিতাস