মুক্তির কিছুদিন আগেই বেশ কিছু বদল আসছে বহু প্রত্যাশিত ‘পাঠান’ ছবিতে। কিন্তু কেন ?

161

আগামী ২৫শে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’। এই ছবিকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে।এই ছবিতে শাহরুখ ও দীপিকাকে রুদ্ধশ্বাস অ্যাকশন করতে দেখা যাবে,এখানে কিং খান ভারতীয় এজেন্ট হিসাবে কাজ করবেন।কিন্তু ক্রমাগত এইছবি নানাভাবে চর্চায় উঠে আসছে।ছবিটির গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই নানা বিতর্ক দানা বেঁধেছিল।পরিচালক সিদ্ধার্থ আনন্দ, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।

বিশেষ করে দীপিকার গেরুয়া রঙের বিকিনি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে।রাজনৈতিক দলগুলি এই বিতর্ককে আরও উসকে দিয়েছে।সেন্সর বোর্ড প্রচুর কাটাছেঁড়া করে ছবিটি মুক্তির অনুমতি দিয়েছে। কিন্তু এবার মামলায় ঢুকে পড়েছে দিল্লি আদালত। নতুন খবর অনুযায়ী দিল্লি উচ্চ আদালত ‘পাঠান’ ছবির নির্মাতা যশরাজ ফিল্মসকে ছবির বেশ কিছু অংশ বাতিলের আদেশ দিয়েছে আর ওটিটিতে মুক্তির জন্যই এক গুচ্ছ নতুন নির্দেশাবলি দিয়েছে বলে জানা গেছে।
তবে পেক্ষাগৃহে মুক্তির জন্য আদালত কোন নির্দেশ দেয়নি।আর এই কারনেই এই ছবিটি মুক্তির আর বেশিদিন বাকি নেই।
‘পাঠান’ ছবিটি এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা। আর তখনই ছবিতে নতুন সব বদল দেখা যাবে।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here