দীপাবলির পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই ইতিমধ্যে বহু প্রশংসিত অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত প্ৰথম ছবি বল্লভপুরের রূপকথা। বহুমুখী অভিনেতা হিসাবে সকলের মন জয় করার পর, ওটিটি প্লাটফর্ম ও বড় পর্দা দুই মাধ্যমেই পরিচালক হিসাবে দর্শকদের মন জয় করে ফুল মার্কস পেয়েছেন তিনি। ছবি মুক্তির পর সকলকে চমকে দিয়ে এবার দর্শকদের এক বিশেষ উপহার দিলেন অভিনেতা-পরিচালক। মুক্তি পেল অনির্বাণের গলায় গান।
এর আগেও শাজাহান রিজেন্সি-র ‘কিচ্ছু চাইনি আমি… গানটি’ গেয়ে সকলের মন জয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এবার নিজের লেখা গানেই কন্ঠ দিলেন তিনি।দেবরাজ ভট্টাচার্যের সঙ্গে ‘সাজো সাজাও’ গানটির নতুন ভার্সন গাইলেন অনির্বাণ।এই গানের সুর দিয়েছেন দেবরাজ ও সংগীত আয়োজন করেছেন শুভদীপ গুহ।ছবির বিভিন্ন দৃশ্য ছাড়াও গানে ফুটে উঠেছে শুটিং, রেকডিং, প্রি-প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশনের নানা মুহূর্ত।
তিতাস