সমস্ত ট্রোল- কটাক্ষের জবাব দিলেন শাহরুখ পাঠান-এই । জেগে উঠলেন কিং খান ফিনিক্স পাখির মতনই।

101

হ্যাঁ একেই বলে বোধহয় কামব্যাক। ‘শাহরুখ খান’ নামের সাথেই জড়িয়ে আছে এক আবেগ এক উন্মাদনা। আর সেই উন্মাদনাই দেখা গেল গতকাল ভোর থেকে কলকাতার একাধিক পেক্ষাগৃহে দর্শকদের লম্বা লাইনে । অনুরাগীদের সে কী উল্লাস সেটা প্রত্যক্ষ না করলে অনুভব করা কঠিন। দেশ জুড়ে চলতে থাকা টালবাহানা, সাপোর্ট -বয়কট, বিতর্কের মধ্যে মুক্তি পেল ‘সিদ্ধার্থ আনন্দ’ পরিচালিত,শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। দীর্ঘ চার বছর পর সমস্ত বিতর্ককে তুড়ি মেরে পর্দায় ক্ষুরধার অ্যাকশন হিরো অবতারে ধরা দিলেন বাদশা। অন্যদিকে ‘সিদ্ধার্থ আনন্দ’ যিনি তাঁর তারকাদের গ্ল্যামারস দেখানোর জন্য পরিচিত এবং হলিউড ফিল্মসের আদলে তিনি তাঁর সিনেমার তারকাদের উপস্থিত করেন। পাঠানেও তিনি তাঁর সিগনেচার স্টাইলটি ধরে রেখেছিলেন।

সিনেমার গল্প চিরাচরিত মধ্যেপাচ্য,ভারত- পাকিস্তানের শত্রুতা। সন্ত্রাস। ভাইরাস ছড়িয়ে দেওয়ার পল্ট। মুখরোচক সংলাপ, হাড়হিম করা তুখোড় অ্যাকশন সিকোয়েন্স এবং তারই সঙ্গে প্রেম -ধোঁকা… এক অনাথ শিশুর দেশ মাতার প্রতি ভালোবাসার সমর্পন এসব কিছুই নিয়েই টানটান উত্তেজনার এ চিত্রনাট্য।

প্রথম দৃশ্যেই এক চিলতে রোদ পড়া রক্তচক্ষু শাহরুখকে দেখা গেল। পাঠানে শাহরুখ দেশের অন্যতম সিক্রেট এজেন্ট। অপরদিকে পাকিস্তানী আইএসআই গুপ্তচর রুবিনার ভূমিকায় দেখা গেল দীপিকা পাডুকোনকে । ছবিতে তাঁর প্রেমে পড়বেন পাঠান। তবে তিনিই কী আসল ভিলেন? সেটা আমি কিন্তু বলবো না। তার উত্তর পেতে আপনাদের হলে যাওয়া উচিত ।ছবির ভিলেন হিসাবে দেখানো হয় ‘জিম’ ওরফে জন আব্রাহামকে। তাঁর ফাস্ট লুক আর বাঁশির শব্দ আপনাকে মুগ্ধ করবেই। ছবিতে তাঁকে দেখা যাবে প্রাক্তন ভারতীয় সেনা রূপে। দেশের এই বীর সেনা কেন দেশের বিরুদ্ধে অস্ত্র ধরল! তার নেথাথ্যে আছে এক বিশাল বড় কারণ। আইএসআই ‘রুবিনা মহাসন’ ওরফে দীপিকা পাডুকোন কখন পাকিস্তানের শত্রু হয়ে ওঠেন সে গল্প এখানে নাই বা বললাম! ছবির এই তিন চরিত্রকে দুরন্ত বললেও কম বলা হবে। শাহরুখ আর দীপিকার রসায়নও বড়ই হট ও সিজলিং

এককথায় ভারতীয় এজেন্টের ভূমিকায় ‘পাঠান’ ওরফে শাহরুখ এলেন, পারফর্ম করলেন এবং মন জয় করেনিলেন সকলের। গোটা ফিল্মি কেরিয়ারে এহেন অ্যাকশন হিরোর অবতারে আগে ধরা দেননি বাদশা। ৫৭ বছর বয়সেও তাঁর ‘চার্মিং নেচার ‘ যে কোন ষোড়শী- অষ্টাদশীর মনে ঝড় তুলতে বাধ্য সে কথা বলার অপেক্ষা রাখে না। বাদশার পাশাপাশি পাল্লা দিয়ে অভিনয় করেগিয়েছেন জন আব্রাহাম ও দীপিকা পাডুকোন। লাস্যময়ী এই নায়িকাকে পর্দায় দেখে দর্শকরা মুগ্ধ হবেন এবং সিনেমা দেখতে দেখতে জন আব্রাহামেরও প্রেমে পড়ে যেতে পারেন কেউ কেউ।এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ডিম্পল কাবাডিয়াকে অনবদ্য লেগেছে। তিনি এখানেও একেবারে আলাদা অবতারে ধরা দিয়েছেন। বাদ জাননি আশুতোষ রানাও।

শেষপেতে না হয় হালকা টুইস্ট থাকুক! যশরাজের ঘরের আর এক ভারতীয় এজেন্ট ‘টাইগার’ ওরফে সলমান খানের পাঠানকে উদ্ধার করার দৃশ্য, গল্পকে অন্য মাত্রা এনে দিয়েছে। গুপ্তচর মাল্টিইউনিভার্সের স্বাদ পাওয়া গেল। দর্শকরা আবারো বলিউডের ‘করণ -অর্জুন’ ব্রোম্যান্স উপভোগ করবেন এই ছবিতে। আর ‘কবীর’এর ভূমিকায় হৃতিক রোশনকে কিন্তু পর্দায় কোথাও দেখা গেলনা। তিনি শুধু সিনেমার সংলাপেই সীমাবদ্ধ।

তবে বেশ কিছু দৃশ্যে জন- -শাহরুখের দ্বৈরথ বেমানান। রোমাঞ্চকর দৃশ্যে শাহরুখ ও দীপিকার অযথা রোম্যান্সও কখনও একঘেয়ে মনে হতে পারে। ভারতীয় ও পাকিস্তানী দুই বিরোধী শিবিরের সদস্যদের প্রেম যশরাজ ফিল্মস তাঁদের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি আগেও দেখালেও
‘পাঠনে’ সে ছক কিছুটা ভেঙেছে।
এই ছবির সিনেমাটোগ্রাফি দূর্দান্ত। একদম টানটান স্ক্রিপ্টে কোথাও ঝিমিয়ে পড়েনি এতটুকু। কিছু জায়গা প্রেডিকটেবল মনে হলেও, কিছু জায়গা একদম চমকে যাওয়ার মতন। আবার কিছু জায়গা এতটা রুদ্ধশ্বাসময় নিজের হাতের নখ কামড়াতে ইচ্ছা করবে। এসব ছাড়াও ‘বেশরম রং’ গানে তো সমস্ত দর্শকরাই মেতে উঠবে সে কথা বলা বাহুল্য ।

বেশ কিছুদিন ধরে সমস্ত ট্রোল- কটাক্ষের জবাব দিলেন শাহরুখ পাঠান-এ। জেগে উঠলেন তিনি ফিনিক্স পাখির মতনই। এই সিনেমার মাধ্যমেই শাহরুখ খান যে বিনোদন দুনিয়ার বক্সঅফিসে বলিউডের ব্যবসা ঘোরাবেন, তা বাজি রেখে বলা যায়। এক কথায় পাঠান কিন্তু ভরপুর ‘পয়সা ওয়াসুল’ ছবি। রহস্য -রোমাঞ্চ, রক্তরক্তি, সন্ত্রাস, রোম্যান্সের উপকরণে কতটা জমল? সেটা জানতে হলে জলদি পেক্ষাগৃহে ঢুঁ মারতে হবে।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here