‘লুঙ্গি ডান্স’ গায়ক হানি সিং, মাঝে কোথায় হারিয়েছিলেন ?

74

হচ্ছিলো হানি সিং এর কথা।অমিত ত্রিবেদী,প্রীতম, হিমেশ রেশামিয়া কার সঙ্গে কাজ করেননি তিনি। একটা সময় তাঁকে ছাড়া বলিউড সিনেমার কথা ভাবাই যেত না। এরপর মাদকাসক্তি, মানসিক অবসাদে তিনি ডুবতে বসেন। হারিয়ে ফেলেন নিজের অবস্থান। কিন্তু কোথায় হারিয়েছিলেন হানি সিং? এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন এই ৱ্যাপার। তিনি এও জানিয়েছেন সে সময় তাঁর পাশে কারা ছিলেন সেই তসরকাদের কথাও।
বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হয়েচিলেন হানি সিং। চূড়ান্ত মানসিক অবসাদে বলিউড থেকে সরে যান তিনি। মানসিক পুনর্বাসন কেন্দ্রে তাঁকে ভর্তিও হতে হয়।
ভারতের গানমাধ্যম বলিউড হাঙ্গামাতে হানি সিং বলেন, ‘সবাই ভীষণ কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছে । কী করব কিছুই বুঝতে পারছিলাম না। দীপিকাই দিল্লির এক চিকিৎসকের ব্যবস্থা করে দেয় । আমার মত দীপিকাও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। তবে আমারটা একটু বাড়াবাড়ি পর্যয়ে গিয়েছিলো।’
দীপিকা এভাবে পাশে থাকার সঙ্গে সঙ্গে সে সময়ে তাঁর খোঁজখবর নিয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমারও।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here