এবছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। এই প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানাতেই তাঁর জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি তৈরি করছেন ‘পদাতিক’। তবে কে হচ্ছেন মৃণাল সেন, এ নিয়ে জল্পনাকল্পনা কম হয়নি। অবশেষে জানা গেল চঞ্চল চৌধুরীর নাম। ততদিনে আরও জানা যায়, সামনাসামনি এই চরিত্র নিয়ে মুখ না খুললেও বেশ কিছুদিন ধরেই ভেতরে ভেতরে মৃণাল হয়ে ওঠায় মগ্ন ছিলেন বাংলাদেশের এই অভিনেতা। এ জন্য দুই মাস হাতে কোন কাজও রাখেননি তিনি। দীর্ঘ প্রস্তুতির পর গত বৃহস্পতিবার ভারতে এলেন চঞ্চল। এবার মৃণাল হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর পালা।

বৃহস্পতিবার সকালেই ফেসবুকে চঞ্চল জানিয়েছিলেন, উড়াল দিচ্ছেন পদাতিক-এর শুটিংয়ে। বৃহস্পতিবার কলকাতায় পৌঁছাবেন। দীর্ঘপ্রস্তুতি শেষে এবার ক্যামেরার সামনে তিনি মৃণাল হয়ে দাঁড়াচ্ছেন। বিমান থেকে নামা মাত্র বিমান বন্ধরেই আলোচিত সিনেমাটা নিয়ে প্রস্তুতি কী, কতদিন শুটিং চলবে, তাঁর অনুভূতি কেমন এসব কথা জানতে চাইলে ব্যস্ততার মধ্যেই তিনি বলেন, ‘ভালো লাগছে যে এমন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। যে চরিত্র নিয়ে ইতিমধ্যে অনেকেই আলোচনা করছেন। এখন বাকিটা কী হয়, শুটিং শুরু করতে পারলে বুঝতে পারব’।

জানা গেছে ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে পদাতিক -এর শুটিং। এখন কলকাতাতেই শুটিং চলছে। পর্যায়ক্রমে মুম্বাই সহ বেশ কিছু স্থানে শুটিং হবে। দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করা হবে। চঞ্চল চৌধুরী বলেন, প্ৰথম লটের শুটিং হয়ে গেছে। এ দফায় আমি ১০ দিন শুটিং করব। কাল (শুক্রবার)বিশ্রাম নেব। শনিবার থেকে শুটিং শুরু করব। আমার সহশিল্পী কারা, এখনো বলতে পারছি না। পৌঁছানোর পর জানা যাবে। সে ভাবেই প্রস্তুতি শুরু করব। মানসিকভাবে সিনেমাটা নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। ইতিমধ্যে লুক দর্শকরা দেখেছেন। এখন ঠিকঠাক মত কাজটি করতে চাই।’ ১০ দিনের শুটিং শেষ করে ৩০ জানুয়ারি ঢাকায় ফিরবেন চঞ্চল। প্রস্তুতি নেবেন দ্বিতীয় লটের। ফেব্রুয়ারীতে দ্বিতীয় লটের শুটিং হবে। জানা যায়, এ সিনেমায় তরুণ, মধ্যবয়সী প্রবীণ সহ বেশ কটি লুকে দেখা যাবে চঞ্চলকে। সিনেমায় মৃণাল সেনের ছেলে কুণাল সেনের কম বয়সী চরিত্র করবেন কোরাক সামন্ত আর মধ্য বয়সী চরিত্রে দেখা যাবে সম্রাট চক্রবর্তীকে। মনামী ঘোষ হবেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেন।
তিতাস