দেবের বিপরীতে অবশেষে সামনে এলেন ইঞ্জিনিয়ারিং ছাত্রী সৃজা। প্রকাশ্যে ‘বাঘাযতীন’ ছবির লুক।

136

বাঘাযতীন ছবিতে দেবের নতুন নায়িকা কে হতে চলেছেন এ নিয়ে টলি পাড়ায় গুঞ্জন ছিলো প্রচুর। অবশেষে প্রকাশ্যে এলেন দেবের নতুন নায়িকা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া কলেজ ছাত্রী সৃজা দত্ত। সৃজলার সাথে বিনোদন জগতের কোনও যোগাযোগই নেই। এমনই একজনকে খুঁজছিলেন দেব। যে হবে সঠিক অর্থে নতুন মুখ। শোনা যাচ্ছে ইতিমধ্যেই তাঁকে নিয়ে শুরু হয়েছে ওয়ার্কশপও।

“যতীন মুখোপাধ্যায় নয় মারে না হয় মরে। ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহৎসবে উন্মোচিত হবে এক বাঙালীর বীর গাথা, বাংলার বীর -বাঘাযতীন।” ক্যাপশনে একথা লিখেই ছবির প্ৰথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। যাতে গ্যাফিক্যাল মোশন ব্যবহার করা হয়েছে। নেপথ্যে শোনা যাচ্ছে ‘বন্দেমাতরম’ এর সুর। এক্কেবারে শেষে বাঘাযতীন হিসাবে দেবকে দেখা যাচ্ছে।

PHOTO FROM FACEBOOK


অকুতোভয় বাঘাযতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। শোনা যায় তিনি একটি ছুরি দিয়ে একাই একটি বাঘকে মেরে ফেলেছিলেন সে কারনেই তাঁকে বাঘাযতীন নামে ডাকা হতো। এমন এক মানুষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেতা, প্রযোজক তথা সাংসদ দেব। তাঁর প্রযোজনাতই ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়। ছবিতে দেবের বিপরীতে নতুন মুখ চাইছিলেন প্রোযোজক পরিচালক দু-জনেই। বহুদিন ধরে নতুন মুখ খোঁজ চালানোর পর বেছে নেওয়া হলো এই ছবির নায়িকা সৃজাকে। সামনে এল ছবির চরিত্র লুক।

তিতাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here