তাঁর জীবনের নানা অজানা তথ্য নিয়ে এবার শুরু হতে চলেছে, ঋত্বিক ঘটকের বায়োপিক “অলক্ষে ঋত্বিক”

284

বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের নাম কেই বা না জানে। এখন পর্যন্ত বিভিন্ন চলচ্চিত্র প্রেমীদের কাছে তাঁর পরিচালিত ছবিগুলি একেকটি ইতিহাস হয়ে আছে। ঋত্বিক ঘটক নামেই যিনি সমাদিত পরিচিত। ভারতবর্ষের মননশীল জীবনবাদী ছবির জগতে যাদের নাম আলোচিত হয়, তাঁদের মধ্যে অন্যতম নাম হচ্ছে ঋত্বিক ঘটক। তাঁর প্রথম পরিচালিত ছবি নাগরিক এবং প্রথম মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ছবি অযান্ত্রিক। ঋত্বিক ঘটকের দ্বিতীয় ছবি অযান্ত্রিক যারা দেখেছিলেন, তারা ঋত্বিক বাবুর অসামান্য বৈশিষ্ট ও মৌলিকতার পরিচয় পেয়ে চমৎকৃত হয়েছিলেন। বাংলা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনি সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের সাথে তুলনীয়। তাঁর কর্ম ও সৃজনক্ষেত্রের পরিধি কেবল চিত্র পরিচালনা ও কথাসাহিত্যে নয়, এসবের পাশাপাশি তিনি ভারতের পুনা ফিল্ম ইনস্টিটিউটে অধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন দীর্ঘকাল। প্রথম জীবনে তিনি কবি ও গল্পকার তারপর নাট্যকার, নাট্যপরিচালক, অবশেষে চলচ্চিত্রকার হিসাবে প্রতিষ্ঠিত হন।

তাঁর স্বতন্ত্র ধারার চলচ্চিত্রগুলি চল্লিশ বছরের বেশি আগে নির্মিত হলেও তাঁকে ভারতীয় সিনেমার আধুনিকতম পরিচালক বলা যেতেই পারে।

কিন্তু এসব কিছুর মধ্যেও তাঁর জীবনের অনেক ঘটনাই অলক্ষে রয়ে গেছে। অনেক তথ্যই আমাদের অজানা। আর সেই অজানা তথ্যকে সকলের সামনে তুলে ধরতে এক সাহসী পদক্ষেপ নিলেন বিখ্যাত চিত্র পরিচালক মিলন ভৌমিকের তত্বাবধানে তাঁর পুত্র পরিচালক শুভঙ্কর ভৌমিক। কল্যাণ সিনহা রায়, তানিশা ধর এবং মিলন ভৌমিকের যৌথ প্রযোজনায়

“অলক্ষে ঋত্বিক” নামে বায়োপিক আসতে চলেছে খুব শীঘ্রই। যেখানে ঋত্বিক ঘটকের জীবনের অনেক অজানা তথ্য উন্মুক্ত হবে আপামর বাঙালি তথা সকল দর্শকদের কাছে। আগামী ১৭ই এপ্রিল(২০২৩) সোমবার থেকে যার শুটিং শুরু হতে চলেছে।

এখানে ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শিলাজিৎ মজুমদার, সুরমা ঘটকের চরিত্রে থাকছেন পায়েল সরকার। এছাড়াও বাসু ভট্টাচার্যের ভূমিকায় রাজ, সালাউদ্দিন কাজির ভূমিকায় সম্রাট মুখার্জি, চিদানন্দ দাসগুপ্তর ভূমিকায় শিবাজী দাসগুপ্ত, সমরেস বসুর ভূমিকায় শুভম বসু,ঋষিকেশ মুখার্জির ভূমিকায় দেবব্রত অধিকারী, বিমল রায়ের ভূমিকায় বি. ডি. মুখার্জি, সতীন্দ্র ভট্টাচার্যের ভূমিকায় সুদীপ্ত গায়েন, সলিল চৌধুরীর ভূমিকায় মৃন্ময় কর্মকার,শম্ভু মিত্রের ভূমিকায় প্রতিপ সরকার, সাউলি মিত্রের ভূমিকায় মিনাশ্রী সরকার, রিংকি ভট্টাচার্যের ভূমিকায় দেবারতি পাল কে দেখা যাবে।

তিতাস

টলিওয়ার্ল্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here