আগামী ১০ ফেরুয়ারি সাহানা দত্তের পরিচালনায়, চারটি মেয়ের গল্প নিয়ে এবার হইচই এ আসতে চলেছে নতুন ‘ওয়েব সিরিজ গভীর জলের মাছ’। তবে একই সঙ্গে চারজন পুরুষের গল্পও উঠে আসবে এই সিরিজে। এই সিরিজে দেখা যাবে স্বস্তিকা দত্ত, উষসী রায়, তৃণা সাহা, অনন্যা সেন, প্রন্তিক বন্দোপাধ্যায়, সৌম্য বন্দোপাধ্যায়, যুধাজিৎ সরকার, রাজদীপ গুপ্ত, অর্পণ ঘোষাল সহ আরও অনেককেই।

বুধবার রাতে সিরিজের চরিত্রদের প্রথম লুক প্রকাশ করেন নির্মাতারা। ছবির পরিচালক সাহানা দত্তর কথায়,”আমরা ভাবি বা বলে থাকি মেয়েরাই পরিস্থিতির শিকার, মেয়েদের অনেক জ্বালা, মেয়েটার উপর অত্যাচার হয়েছে, মেয়েটা নিরুপায় ইত্যাদি আরও কত কী। কিন্তু শুধু মেয়েরা নয় একই কথা ছেলেদের ক্ষেত্রেও খাটে। তারাও কাঁদে। আর আর তাদের চোখে জল মানেই তারা দুর্বল তা নয়। তাদেরও একটা মন আছে। তারাও দুঃখ পায়, অসহায় বোধ করে। এই সব দিক এই সিরিজে দেখানোর চেষ্টা করা হয়েছে। একজন মেয়ে হয়ে দেখানোর চেষ্টা করেছি। ভালো কিংবা খারাপ যাই লেগে থাকুক দর্শক সে-টা বলবেন বলে আশা রাখি।”

চার কন্যার চার সংসার, তাদের আলাদা গল্প, আলাদা লড়াই… আর কোথাও না কোথাও এসে মিশে যাওয়ার গল্প নিয়েই এই নতুন ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ’। সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘গভীর জলের মাছ’-এর আফিসিয়াল ট্রেলারটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রচুর দর্শক । কাহিনির এই ঝলক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। এবার অপেক্ষা আস্ত সিরিজটার। এই ভিন্ন স্বাদের ওয়েব সিরিজটা নিয়ে সকলেই বেশ আশাবাদী।
তিতাস